কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে শান্তি আলোচনা ও বিভিন্ন বিষয়ে সমঝোতার পর এলাকা এর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।শনিবার (১৮ নভেম্বর) রুমা উপজেলা এর প্রাতা পাড়ায় ১১ পরিবারের নারী-পুরুষ ও শিশুসহ ৪৮ জন এবং রোয়াংছড়ি উপজেলার পাইক্ষং পাড়ায় ২৪ পরিবারের ৫২ জন ফিরেছেন।এসব পরিবার গুলোকে সেনাবাহিনীর পক্ষ থেকে নানা সহায়তা দেয়া হচ্ছে।স্থানীয় সেনা ক্যাম্প নিজেদের জন্য ইস্যুকৃত রশদ থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল,২ কেজি তেল,১ কেজি ডাল,১ কেজি লবন,৪ কেজি ময়দা,১ কেজি চিনি প্রদান করেছে।প্রায় নয় মাস আগে এসব পরিবার গুলো কেএনএফ আতঙ্কে নিজ এলাকা ছেড়ে আত্মীয় স্বজন এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়।রোয়াংছড়ি উপজেলার এক ইউপি চেয়ারম্যান জানান, কেএনএফ’র সাথে শান্তি আলোচনার পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।তারা (কেএনএফ) এখন এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে।পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাড়া থেকে পালিয়ে যাওয়া পরিবারগুলো এখন নিজ বসতবাড়ি তে ফিরতে শুরু করেছে।তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দেয়া হচ্ছে।মাসের পর মাস বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে।
কেএনএফ আতঙ্কে বাড়ি ছাড়া বাসিন্দারা নিজেদের পাড়ায় ফিরতে শুরু করায় স্থানীয় প্রশাসনও নড়েচড়ে বসেছে।ফিরে আসা বাসিন্দাদের বিভিন্ন সহায়তা করা হচ্ছে।তারা যদি সহযোগিতা চায় প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।উপজেলা প্রশাসন সুত্রে এমনটাই জানা গেছে।
উল্লেখ্য,গত বছরের অক্টোবরে পাহাড়ে নতুন গজিয়ে উঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তৎপরতা শুরু করলে বান্দরবানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।এই সংগঠন এর সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত পাঁচসেনা সদস্যসহ ২৬ জন নিহত হয়।তবে পরিস্থিতি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফ’র মধ্যে আলোচনা ও কয়েকটি বিষয়ের সমঝোতা হওয়ার পর এলাকায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে বলে বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে।