বান্দরবানের ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় পরিদর্শন ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়।ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, অভিভাবকদের অবশ্যই ছেলে-মেয়েদেরকে স্কুলে পাঠানোর পাশাপাশি তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে।নিয়মিত পড়াশোনা চালিয়ে নিতে আমার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।
এসময় তিনি ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে জেলা পরিষদ প্রতি বছর দুই লক্ষ টাকা করে অনুদান প্রদান করার ঘোষনা দেন।প্রতি বছর এই অর্থ যাতে পায় সেই জন্য তালিকাভুক্ত করা হবে বলেও জানান।এছাড়াও একটি হলরুমসহ লাইব্রেরি ভবন,শহীদ মিনার স্থাপন,লাইব্রেরীর জন্য বই উপহার দিবেন বলেও ঘোষনা করেন।একই অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের একটে বনভোজনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা কে সম্মাননা স্মারক তুলে দিয়ে বরন করেন দাতা সদস্য লুৎফুর রহমান (উজ্জ্বল)।এসময় প্রধান শিক্ষক মো.আব্দুর রহমান,সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো.নাছির,সদস্য ডা.এসকে বড়ুয়া,আরিফুল ইসলাম সহ পরিচালনা পর্ষদ,স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।