সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ মার্চ) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.মিজান উল আলম প্রধান অতিথি হিসেবে জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম,এনডিসি এর সভাপতিত্বে আয়োজিত অনলাইন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পি ফোর ডি এর টিম লিডার মি.আর্সেন স্টেফেনিয়ন,জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ.কে.এম. আজিজুল হক।পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) এবং পি ফোর ডি ও এন আই এম সি এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো.নজরুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বান্দরবান জেলা ও উপজেলার ৩০ জন সাংবাদিক জুমের মাধ্যমে সংযুক্ত ছিলেন।জাতীয় গণমাধ্যম ইনস্টিউট আয়োজিত দুইদিনের এই অনলাইন কর্মশালার প্রথম দিন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার,মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মো.শাফায়াত মাহবুব চৌধুরী এবং বাংলাদেশ বেতারের উপপরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম আলোচক হিসেবে উপস্থিত হয়ে বিষয় ভিত্তিক পৃথক তিনটি আলাদা সেশন পরিচালনা করেন।প্রথম দিনের আলোচ্য তিনটি বিষয় ছিলো জাতীয় শুদ্ধাচার,সেবা প্রদান প্রতিশ্রুতি এবং তথ্য অধিকার।রবিবার (১৩ মার্চ) দুপুরে অনলাইন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।উল্লেখ্য,জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (জাগই-সাবেক জাতীয় সম্প্রচার একাডেমি) ইউএনডিপি,ইউনেস্কো এবং আইটিইউ-এর সহযোগিতায় বাংলাদেশ সরকারের একটি প্রকল্পরূপে ১৯৮০ খ্রিষ্টাব্দে কার্যক্রম শুরু করে।এ' ইনস্টিটিউট (জাগই) তথ্য মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর এবং বাংলাদেশে তথ্য সার্ভিস ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের ক্ষেত্রে একমাত্র সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এ’ ইনস্টিটিউটে বেতার-টেলিভিশনের অনুষ্ঠান ও প্রকৌশল বিষয়সমূহ,তথ্য সার্ভিসের পেশাগত প্রশিক্ষণ, চলচ্চিত্র, রিপোর্টিং এবং তথ্য ও উন্নয়ন যোগাযোগের ওপর প্রশিক্ষণ পাঠ্যধারা পরিচালনার ব্যবস্থা রয়েছে।এছাড়া, বেসরকারি,আধাসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি যাঁরা ইলেক্ট্রনিক মাধ্যম ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত,তাঁরা এখানে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ লাভ করতে পারেন।বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন,চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর,তথ্য অধিদফতর এবং গণযোগাযোগ অধিদপ্তরে কর্মরত সম্প্রচার ও যোগাযোগ কর্মীদের দক্ষতা ও কারিগরি জ্ঞানদানের মাধ্যমে সম্প্রচার,চলচ্চিত্র ও গণযোগাযোগ কর্মকান্ডের উন্নতি সাধন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য।প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে বাংলাদেশে ইলেকট্রনিক ও চলচ্চিত্র মাধ্যমের সময়োপযোগী উন্নয়ন এ ইনস্টিটিউটের মূল দায়িত্ব। উন্নয়ন যোগাযোগকে আরও গতিশীল ও বস্ত্তুনিষ্ঠ করে তোলা এর অন্যতম কর্তব্য।সম্প্রতি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান টিভি ও বেতার চ্যানেলও ইনস্টিটিউটের কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে।ফলে,এর প্রেক্ষিত ও পরিধির গুণগত ও পরিমাণগত তাৎপর্য বৃদ্ধি পেয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব শাহিন ইসলাম,এনডিসি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.