

বান্দরবান সদর উপজেলা এর ৪নং সুয়ালক ইউনিয়নে ইয়ং স্টার স্পোর্টস একাডেমী অ্যান্ড যুব উন্নয়ন সংগঠন এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গন এই প্রতিপাদ্য কে সামনে রেখে শনিবার (১৬ই মার্চ) এই ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা ক্রীড়া সংস্থা এর সদস্য এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান এর সভাপতি (সমাজ ও মানবধিকার কর্মী) অং চ মং।এদিন উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন বান্দরবানের সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বান্দরবান বিশ্ববিদ্যালয় এর ট্রাস্টি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান।ইয়ং স্টার স্পোর্টস একাডেমী অ্যান্ড যুব উন্নয়ন সংগঠন এর সভাপতি বিপ্লব চৌধুরী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বান্দরবান জেলা এর সাধারন সম্পাদক বিশ্বনাথ চৌধুরী।উদ্বোধনী খেলায় বান্দরবান বিশ্ববিদ্যালয় দল ৩৪ রানে শেরে বাংলা স্পোর্টিং ক্লাব বাজালিয়া কে পরাজিত করে।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর মোহাম্মদ আরমান।তিনি দলের পক্ষে ২৬ রান সংগ্রহ করেন এছাড়াও ৩ উইকেট শিকার করেন।আয়োজকরা জানান,এই টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করছে।বান্দরবানের প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও জেলার প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম টুর্নামেন্ট এর মিডিয়া এন্ড এসোসিয়েট পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে।বিষয়টি নিশ্চিত করে এই দুই অনলাইন দৈনিক এর ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল) জানান,প্রান্তিক পর্যায়ে তরুনদের মাঠে রাখতে হলে এমন উদ্যোগ এবং আয়োজনের বিকল্প নেই।এতে তরুনরা ক্রীড়ামুখী থাকবে।স্থানীয় তরুনদের আহবানে সাড়া দিয়ে তাদের আয়োজনকে এগিয়ে নিতে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হলাম।