সামাজিক দূরত্ব বজার রাখার স্বার্থে বান্দরবান পার্বত্য জেলার সাথে অন্যান্য জেলার পরিবহণ বন্ধঃ জেলা প্রশাসক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২০ ৪:৪৩ : অপরাহ্ণ 376 Views

সামাজিক দূরত্ব বজার রাখার স্বার্থে বান্দরবান পার্বত্য জেলার সাথে অন্যান্য জেলার পরিবহণ বন্ধ রাখা হয়েছে।তবে খাদ্য দ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ওষুধ, মাছের খাদ্য, কৃষি উপকরণ (সার ও কীটনাশক) এবং কৃষি পণ্যে পরিবহণ সচল রাখা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম।

মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল ১০টায়,দেশে করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে গণভবন থেকে আয়োজিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বান্দরবানের সার্বিক চিত্র তুলে ধরতে গিয়ে জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম এ কথা বলেন ।

জেলা প্রশাসক আরো বলেন,বান্দরবান ও লামা পৌরসভায় ওমএস কার্যক্রম চালু রাখা হয়েছে। চালু রাখা হয়েছে খাদ্য বান্ধব কর্মসূচি । এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য এবং অর্থ এসেছে ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!