

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের প্রচীনতম বিদ্যাপিঠ সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্যা ও নারী নেত্রী মিসেস তিং তিং ম্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মঙ্গলবার (৭ মার্চ) বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মিসেস তিং তিং ম্যা বলেন,লেখা পড়ার পাশাপাশি তোমাদের লেখাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।খেলাধুলাকে অনেকে এখন পেশা হিসাবেও নিচ্ছে।এক্ষেত্রেও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। তবে পড়াশোনাকে সবসময় গুরুত্ব দিতে হবে। ভালো ছাত্ররা দেশের সম্পদ।তোমাদেরকে দেশের জন্য সম্পদ হতে হবে।বান্দরবান কেন্দ্রীয় পৌর বাস টার্মিনাল ঘেঁষে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি জেলায় শিক্ষা প্রসারের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার মাধ্যমে এ জগতেও অবদান রাখছেন।চার শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মূখর এ বিদ্যালয়ে ৫ টি হাউজে ২০ ইভেন্টে প্রায় দু’শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে আগামীকাল শেষ হবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল পাশা’র সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান আলীসহ শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।