সাংবাদিক কৌশিক দাশ গুপ্তের পিতা আর নেই,পার্বত্যমন্ত্রীর শোক


লুৎফুর রহমান উজ্জ্বল (বান্দরবান) প্রকাশের সময় :২৬ জুন, ২০১৯ ৪:১২ : অপরাহ্ণ 794 Views

বান্দরবান থেকে প্রকাশিত সাড়াজাগানো অনলাইন দৈনিক পাহাড় বার্তা ডটকমের পরিকল্পনা সম্পাদক,জনপ্রিয় টিভি চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি কৌশিক দাশ গুপ্তের পিতা বান্দরবান জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সুনীলেন্দু দাশ গুপ্ত বার্ধক্য জনিত কারণে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল নিরাময় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৬ জুন) সকাল ৮.৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৫ বছর।তিনি দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট রোগে ভুগছিলেন।কর্মময় বর্ণাঢ্য জীবনের মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৫ ছেলে,২কন্যা,নাতি-নাতনি এবং অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে যান।তাঁর পুত্র অলক দাশ গুপ্ত বান্দরবান জেলা প্রশাসনে কর্মরত।আজ দুপুরে চট্টগ্রাম থেকে তাঁর মরদেহ বান্দরবান নিয়ে আসার পর আনুমানিক দুপুর ৩ টার সময় কেন্দ্রীয় মহা শ্বশানে তাঁর দাহকার্য্য সম্পন্ন করা হবে।মৃত্যুর আগ পর্যন্ত তিনি বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্বশীল ছিলেন।অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সুনীলেন্দু দাশ গুপ্তের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শোক জানিয়েছেন।শোকবার্তায় তিনি সুনীলেন্দু দাশ গুপ্তের পরলোকগত আত্মার শান্তি কামনা করেছেন।তাঁর মৃত্যুতে বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা,বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃইসলাম বেবী,বান্দরবান জেলা আওয়ামীলীগ উপদেষ্টা কাজল কান্তি দাশ,বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর শোক প্রকাশ করেছেন।এদিকে বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কু্দ্দুছ আলাদা এক শোকবার্তায় সুনীলেন্দু দাশ গুপ্তের মহাপ্রয়ানে প্রয়াতের আত্নার সৎগতি কামনা করেছেন।তিনি তাঁর পরলোকগত আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।এছাড়াও পাহাড় বার্তা ডটকম সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,নির্বাহী সম্পাদক এস.বাসু দাশ,গিরিদর্পন প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন,বান্দরবান জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম বাবু,বান্দরবান জেলা শ্রমিকলীগ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ তাঁর মহাপ্রয়ানে শোক প্রকাশ করেছেন।সিএইচটি টাইমস ডটকম পরিবার মহান এই মানুষের মহাপ্রয়ানে গভীরভাবে শোকাহত।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!