বান্দরবানে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতি মুলক সভা মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন এতে সভাপতিত্ব করেন।সভায় জেলা প্রশাসক জানান,সর্বজনীন পেনশন স্কীমে জনগণের আগ্রহ বাড়াতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ইতিমধ্যে একটি হেল্পডেক্স খোলা হয়েছে।
এছাড়া উপজেলা পর্যায়ে ইউএনওগণ জনগণকে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।গতকাল দুপুর পর্যন্ত বান্দরবানে ৬৪৭ জন পেনশন স্কিম গ্রহণ করেছেন উল্লেখ করে জেলা প্রশাসক বলেন এর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
সভায় বান্দরবানে সর্বজনীন পেনশন স্কিম গ্রহণকারীদের সংখ্যা বাড়াতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং জনগণকে এর উপকারিতা সম্পর্কে অবহিত করতে ব্যাপক প্রচারনা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম,সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ ছালাউদ্দিন আহমেদ,কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এস এম শাহনেওয়াজ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।