

সব ধর্মের ধর্মীয় ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।গত বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদরের ক্যাচিংঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ক্যাচিংঘাটা নূর জামে মসজিদ ও ৫০ লাখ টাকা ব্যয়ে ক্যাচিংপাড়া মারমা শ্মশানের চেরাং ঘর এবং সিঁড়ির উদ্বোধন শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন মন্ত্রী।তিনি বলেন,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে ধর্মীয় ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য রক্ষার পাশাপাশি সব ধর্মের কল্যাণ নিশ্চিত করতে আওয়ামীলীগ সরকার আন্তরিক।বান্দরবানের উন্নয়ন নিয়ে বান্দরবানবাসীর চিন্তার কিছু নাই উল্লেখ করে তিনি আরও বলেন,বান্দরবানে চলমান উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক।জেলার প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন মন্ত্রী বীর বাহাদুর।উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.কুদ্দুস ফরাজী (পিপিএম),পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো.মামুনুর রশীদ,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ,প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত,প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মিনারুল হক,উপ-সহকারী প্রকৌশলী মো.এরশাদ মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।