সন্ত্রাসীদের উদ্দেশ্য করে পার্বত্য মন্ত্রীর কড়া হুঁশিয়ারি


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৯ নভেম্বর, ২০১৯ ১১:১১ : অপরাহ্ণ 743 Views

সন্ত্রাসীদের কোনও আস্তানা বান্দরবানে হবে না,হয় সন্ত্রাসীরা বান্দরবানে থাকবে আর না হয় বীর বাহাদুর থাকবে এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ শনিবার (৯ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা রাজবিলা উচ্চ বিদ্যালয়ের কাজ পরিদর্শন এবং বিদ্যালয়ের ভবনের বিভিন্ন কাজের শুভ উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন,পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়ন কেউ ব্যাহত করতে পারবে না, বীর বাহাদুর উন্নয়ন করে যাচ্ছে,আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।এসময় তিনি আরো বলেন,আপনারা কোন সন্ত্রাসীকে কেউ আশ্রয় দিবেন না।সন্ত্রাসীদের আমরা আর প্রশ্রয় দেব না,হয় সন্ত্রাসীরা বান্দরবানে থাকবে,না হয় বীর বাহাদুর বান্দরবানে থেকে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবে।এসময় তিনি বলেন, সন্ত্রাসীদের কারণে রাজবিলা আজ আতংকের জনপদে পরিণত হয়েছে,বিভিন্ন জায়গার সন্ত্রাসীরা এখানে এসে জমায়েত হয়ে উন্নয়ন কাজে বাঁধা দিচ্ছে আর আমরা সাধারণ মানুষ এইসব সন্ত্রাসীদের অপতৎপরতার জন্য কষ্ট ভোগ করছি।এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কাউকে কোন চাঁদা না দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার অনুরোধ করেন এবং সন্ত্রাসীদের কোন তথ্য থাকলে আইনশৃংখলা বাহিনীকে জানানোর জন্য আহবান করেন।

সকালে প্রথমেই তিনি বান্দরবান সদর উপজেলার রাজবিলা উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রথমেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে রাজবিলা উচ্চ বিদ্যালয় সমুহের উদ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।এর পরে মন্ত্রী বীর বাহাদুর রাজবিলা ইউনিয়নের মুসলিম পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে মুসলিম পাড়া মসজিদের শুভ উদ্বোধন করেন।এসময় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,তিং তিং ম্যা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো:ইয়াছির আরাফাত,রাজবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাশ,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো:আমিনুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মার্মা,রাজবিলা মৌজার হেডম্যান রুই অং প্রুসহ সরকারি ও বেসরকারি উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৭০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।এসময় ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মন্ত্রী কাজ পরিদর্শন করেন এবং কাজের গুনগত মান ভালো করার জন্য সংশ্লিষ্ট সকলকে নিদের্শনা প্রদান করেন।

এসময় ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো:ইয়াছির আরাফাত,সহকারি প্রকৌশলী মো:এরশাদ মিয়া,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো:আমিনুল ইসলাম,ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপন কুমার দে,পৌর কাউন্সিলর সালেহা বেগমসহ সরকারি ও বেসরকারি উর্ধতন কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!