

দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে,নতুন সূর্যশিখা জ্বলবেই প্রতিপাদ্য কে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় এর উদ্যোগে সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,বান্দরবান জেলা এর সহযোগিতায় রবিবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো.সফিকুর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন,কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং।দুর্নীতি দমন কমিশন, কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সততা সংঘের মেধাবী ১৪জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি তুলে দেয়া হয়।এছাড়াও নবগঠিত ১৩ জেলা কমিটি ও উপজেলা কমিটি পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।দুর্নীতি প্রতিরোধ কমিটি,বান্দরবান জেলায় অংচমং মার্মা কে সভাপতি করে ১৩ সদস্যের নবগঠিত জেলা কমিটি প্রকাশ করা হয়েছে।দুদক সুত্রে জানা যায়,বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে নবগঠিত তিন বছর মেয়াদের কমিটি গঠন করা হয়।