

জনগণের আর্থসামাজিক ব্যাবস্থার সার্বিক উন্নয়ন,আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা,সততা ও নিষ্ঠার সাথে জনগণের শান্তি ও সমৃদ্ধি এবং দায়িত্বশীলতার সাথে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাজ করার আহবান জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় নবনির্বাচিত ৯ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে তিনি এমন আহবান জানান।রবিবার (১৯ ডিসেম্বর) সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো.লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল কুদ্দুস ফরাজী (পিপিএম),জেলা নির্বাচন কর্মকর্তা মো.রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নবনির্বাচিত জনপ্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।পরে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক,বান্দরবান।শপথ গ্রহন করা লামা ও নাইক্ষ্যংছড়ির নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান হলেন যথাক্রমে বাথোয়াই চিং মার্মা,মিন্টু কুমার সেন,মো.নুরুল হোসাইন,মো.জসিম উদ্দিন,মো.ইদ্রিছ,ছাচিং প্রু মারমা,মো.ওমর ফারুক,মো.ইমরান,মো.আলম কোম্পানি।প্রসঙ্গত,গত ১১ নভেম্বর দেশজুড়ে অনুষ্ঠিত ২য় ধাপের নির্বাচনে বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনকে অবাধ ও সুষ্টভাবে সম্পন্ন করার লক্ষে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,৬ প্লাটুন বিজিবি,প্রতিটি কেন্দ্রে ২২জন পুলিশ ও আনসার সদস্য এবং র্যাবের সদস্যরা আইনশৃংঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।