সকল ক্ষমতার উৎস জনগন।জনগন রায় দিতে ভুল করে না।জনগণ মানুষ বাছাই করতে ভুল করে না।জনগন চাইলে ক্ষমতা দিতেও পারে,নিতেও পারে।৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এ জনগনের মতামত প্রতিফলিত হয়েছে।মূল্যবান ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পেয়েছে।যে কারনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের উপজেলা নির্বাচনে প্রতীক রাখেন নাই।প্রশাসনও সুন্দরভাবে একটি নিরপেক্ষ এবং নির্ভেজাল একটি নির্বাচন সম্পন্ন করেছে।
শনিবার (১১ মে) দুপুরে বান্দরবানের বাস স্টেশন এলাকায় বায়তুশ শরফ জামে মসজিদের দ্বীতল ভবন উদ্ভোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,বর্তমান সরকার জনগণের ভাগ্য পরিবর্তনে ও দেশের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন।বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নাই।আজ পার্বত্য জেলার প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে।কৃষি,শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে আমুল পরিবর্তন এসেছে।পাকা রাস্তা,ড্রেন,ব্রীজ,কালভার্ট, স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসা,কেয়াং,গির্জা এমনকিছুই বাদ নেই যেখানে উন্নয়ন হয়নি।প্রত্যেকটি উন্নয়ন ও সকল নাগরিক সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিশ্চিত করা হচ্ছে।
এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান বাস স্টেশন এলাকায় বায়তুশ শরফ জামে মসজিদের দ্বীতল ভবন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ও বায়তুশ শরফ জামে মসজিদ পরিচালনা কমিটি এর সভাপতি আব্দুল কুদ্দুছ।এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম (বাচ্চু) প্রমূখ উপস্থিত ছিলেন।