শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩ চট্টগ্রাম বিভাগীয় পর্যায় কারাতে ইভেন্ট এর সমাপনি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বাংলাদেশ অলম্পিক এসোসিয়শন আয়োজিত এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বান্দরবান হিলভিউ কনভেনশন সেন্টারে সমাপনি ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি হয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড.মো.আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাধারণ সম্পাদক এবং শেখ কামাল ২য় যুব গেমস কারাতে কারাতে ইভেন্ট এর প্রধান সমন্বয়ক ক্য শৈ হ্লা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সহ সভাপতি মো.শাহাজাদা আলম,বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি মো.ইকবাল হোসেন,যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী ও তুলু সামসসহ অনেকেই উপস্থিত ছিলেন।আয়োজক সুত্রে জানা যায়,দিনব্যাপী এ খেলায় চট্টগ্রামের খেলোয়াড়রা ৪টি গোল্ড,৬টি সিলভার এবং ৮টি ব্রোঞ্জ জয়লাভ করে।বান্দরবানের খেলোয়াড়রা ৪টি গোল্ড,৪টি সিলভার এবং ৩টি ব্রোঞ্জ জয়লাভ করে।নোয়াখালীর খেলোয়াড়রা ৪টি গোল্ড,৪টি সিলভার এবং ৪টি ব্রোঞ্জ জয়লাভ করে।কক্সবাজারের খেলোয়াড়রা ১টি গোল্ড এবং ২টি ব্রোঞ্জ জয়লাভ করে।কুমিল্লার খেলোয়াড়রা ১টি গোল্ড,২টি সিলভার এবং ১২টি ব্রোঞ্জ জয়লাভ করে।ফেনীর খেলোয়াড়রা ১টি ব্রোঞ্জ জয়লাভ করে।রাঙামাটির খেলোয়াড়রা ২টি গোল্ড এবং ১টি ব্রোঞ্জ জয়লাভ করে।৮টি জেলার ১৬৪ জন খেলোয়াড় বিভাগী পর্যায় এর এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।