শীতার্থদের মাঝে ত্রিবেণী লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৩৩ : অপরাহ্ণ 78 Views

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়,বরং মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন ত্রিবেণী লেডিস ক্লাব এর নেতৃবৃন্দ ও সদস্যরা।রবিবার (৯ ফেব্রুয়ারি) সেনা জোন মাঠ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ক্লাব নেতৃবৃন্দরা।এসময় ত্রিবেণী লেডিস ক্লাব এর নেতৃবৃন্দরা আরও বলেন,বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।দুর্যোগ মোকাবিলা,অবকাঠামো উন্নয়ন,স্বাস্থ্যসেবা,শিক্ষা এবং দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সেনাবাহিনী তার আদর্শের প্রতিফলন ঘটিয়ে চলেছে।শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তাদের জীবনে সামান্য উষ্ণতা এনে দিতে পারে,তাহলে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় সার্থকতা।সেনাবাহিনীর এই মানবিক সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।তাই বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশ্বাস দেন নেতৃবৃন্দ।অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় শীতার্ত ২৭০ জন এর মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয়।এসময় ত্রিবেণী লেডিস ক্লাবের সহ-সভানেত্রী,সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী ও দূর দূরান্ত থেকে আগত দুঃস্থ ও অসহায় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!