প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনকল্যাণের জন্য ভিজিডি,ভিজিএফ,গৃহহীনদের জন্য গৃহ দেওয়া,প্রতিবন্ধী ভাতা,বয়স্কভাতা,মাতৃত্বকালীন ভাতা সহ অনেক ভাতা চালু করেছেন।প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সারা বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না,যাদের ঘর নেই তারা জমি সহ ঘর পাবেন।বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভার ৯ টি ওয়ার্ডে শীতার্ত একহাজার পাঁচশত জনের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৩০০ নং পার্বত্য বান্দরবান এর সাংসদ বীর বাহাদুর উশৈসিং।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেলে জেলার ঐতিহাসিক রাজার মাঠ প্রাঙ্গনে শীতার্ত জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করা হয়।এসময় বীর বাহাদুর উশৈসিং আরো বলেন ইতিমধ্যে বিভিন্ন সংগঠন শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।তিনি সমাজের সাবলম্বিদের যে যার অবস্থান থেকে শীতার্ত জনসাধারণের পাশে এশে দাঁড়ানোর আহ্বান জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,পৌর মেয়র মোঃসামসুল ইসলাম,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশসহ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ,জেলা ও পৌর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।