শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ,বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক আচরন পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত দিনব্যাপী ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।জেলা তথ্য অফিসার মো.মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সম্পদ বড়ুয়া।
এসময় বান্দরবান প্রেসক্লাব সদস্য এম.এ.হাকিম চৌধুরী,পৌর কাউন্সিলর ওমর ফারুকসহ সাংবাদিক,স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় উপসানালয়ের ইমাম,পুরোহিত ও শিক্ষকসহ ৩০ জন উপস্থিত ছিলেন।এসময় চারটি গ্রুপে ভাগ করে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ,বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক আচরন পরিবর্তন বিষয়ক মতামত উপস্থাপন করা হয়।বাল্য বিবাহ,শিশু অপরাধ,শিশু শ্রম বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকবৃন্দ।