শিশুর প্রতি সহিংসতা,বাল্যবিবাহ প্রতিরোধ ও অন্যান্য ক্ষতিকর আচরণ পরিবর্তন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়ক) হাসিনা আক্তার।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রোকেয়া আক্তার,পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক ডা.অংচালু।ইউনিসেফ এর প্রতিনিধি আব্দুল জলিল (এসবিসি,চট্রগ্রাম বিভাগ) শিশুর প্রতি সহিংসতা,বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।জেলা তথ্য অফিসার মো.মিজানুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক,শিক্ষক,এনজিও প্রতিনিধি,ক্ষুধে শিক্ষার্থী,ইমাম-ধর্মীয় গুরু,সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় বান্দরবান জেলা তথ্য অফিস,তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এর গণযোগাযোগ অধিদপ্তর এই এ্যাডভোকেসি সভার আয়োজন করে।সভায় শিশুর প্রতি সহিংসতা ও কারন নির্নয়,বাল্য বিবাহের প্রকৃত তথ্য সংগ্রহ এবং এর আলোকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সোচ্চার হবার আহবান জানানো হয়।জনসচেতনতা বৃদ্ধি এবং এ্যাডভোকেসি সভা প্রক্রিয়াকে শক্তিশালী করার ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা পালন এবং গণমাধ্যমসহ নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগ আগামীর স্মার্ট বাংলাদেশে শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা পালন করবে এমনটাই আশাবাদ ব্যাক্ত করা হয়।এসময় শিশুর প্রতি সহিংসতা,বাল্যবিবাহ প্রতিরোধ সরকারের বিভিন্ন উদ্যেগের কথা তুলে ধরা হয় এবং লিগ্যাল এইড এর মাধ্যমে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে আইনি সেবা পাওয়ার জনসাধারন উপকৃত হচ্ছে বলেও জানানো হয়।তবে রাষ্ট্রীয় এসব উদ্যোগ নিয়ে প্রচার প্রচারনা আরও বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.