

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-শিক্ষাক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল পার্বত্য জেলা বান্দরবান।জেলায় কালেক্টরেট স্কুল কলেজ নামে নতুন আরো একটি কলেজের যাত্রা শুরু হলো।গতকাল রোববার (২ জুলাই) দুপুরে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই কলেজের একাদশ শ্রেণির ক্লাস উদ্ধোধন করেন।এ নিয়ে বান্দরবানে এখন মোট ৯টি কলেজ প্রতিষ্ঠা হলো।এর আগে বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী কলেজ,নাইক্ষ্যংছড়ির হাজি এম এ কালাম কলেজ ও রুমার সাংঙ্গু কলেজকে সরকারি করা হয়।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সজ্ঞিত কুমার রায়,সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার দত্ত,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া,কালেক্টরেট স্কুল কলেজের অধ্যক্ষ সুবর্ণা চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজ্জামান,আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুস,জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ।এছাড়া অনুষ্ঠানে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে প্রতিমন্ত্রী নতুন একাদশ শ্রেণি শিক্ষা কার্যক্রম উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন,শিক্ষার উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।দুর্গম এলাকায় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।শিক্ষার্থীদের সুবিধার জন্য আবাসিক স্কুল করা হচ্ছে।প্রতিমন্ত্রী বলেন শুধু বাসায় বসে পাঠ্য বই মুখস্থ করলেই হবে না শিক্ষকদের উচিত শ্রেণি কক্ষেও প্রয়োজনমত শিক্ষা দেওয়া।ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।তবেই সমাজ ও জাতি এগিয়ে যাবে।শিক্ষার উন্নয়নে সরকারে পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন।কালেক্টরেট স্কুল কলেজ সেই আশা অনেকাংশে পূরণ করবে।এদিকে প্রতিমন্ত্রী নতুন কালেক্টরেট কলেজের জন্য ১ কোটি টাকার উন্নয়নের ঘোষণা দেন।উল্লেখ্য নতুন কালেক্টরেট কলেজের একাদশ শ্রেণিতে প্রথমপর্যায়ে ৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।