কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের সংঘাতের কারনে কার্যত অশান্ত বান্দরবান পার্বত্য জেলায় ফের শান্তি ফেরাতে জেলার ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠির সামাজিক নেতাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার অরুন সারকি টাউন হলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এসময় বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক নেতা রাংলাই ম্রো,সত্যহা পানজি,কাঞ্চনজয় তংচঙ্গ্যা,লেলুং খুমি,সাংবাদিক মনিরুল ইসলাম মনু,বুদ্ধজ্যোতি চাকমা,ক্য শৈ প্রু খোকা,ম্রাচা খ্যায়াং,জারলম বম’সহ অনেকে উপস্থিত ছিলেন।আলোচনায় কেএনএফ এর সশস্ত্র তৎপরতার কারনে বম সম্প্রদায়সহ জেলার বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষের অর্থনৈতিক,শিক্ষা ও সামাজিক জীবণ ব্যবস্থা মারত্মক ভাবে বাধাগ্রস্থ করছে এমনটাই উঠে আসে।
আলোচনা সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন,কেএনএফসহ অন্য সন্ত্রাসী গ্রুপ কিভাবে শান্তির পথে ফিরবে,সেই বিষয়ে আমরা বিভিন্ন নৃগোষ্ঠির প্রতিনিধিদের কাছ থেকে মতামত জানতে পেরেছি।