

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১১ কোটি ৫০লক্ষ টাকা ব্যয়ে বান্দরবানের খানসামা পাড়া বিহারের চেরাংঘরের উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার (৭ জুন) সকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি চেরাংঘরের শুভ উদ্বোধন করেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজামান,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু,সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা,ডেপুটি সিভিল সার্জন অংশৈপ্রু,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো.আব্দুল আজিজসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বিহারের উদ্বোধনের পরপরই এক আলোচনা সভা অনুষ্টিত হয়।এসময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরী বলেন,বর্তমান সরকারের আমলেই পাহাড়ের নানা উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে আর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুফল পাচ্ছে জনগণ।আলোচনা সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,শান্তি চুক্তির সুফল পাচ্ছে পার্বত্যবাসী।পাহাড়ে আনাচে কানাচে সর্বত্র মন্দির মসজিদ বিহারসহ নানান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।আগামীতে পাহাড়ের বিভিন্ন নতুন নতুন স্থাপনা তৈরি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।এসময় প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেন জনগনের জন্য সুফল বয়ে নিয়ে আসতে পারে তার জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বিহারের বিভিন্ন সংস্কার ও খানসামা পাড়ার বিভিন্ন সড়কের সংস্কার করে দেওয়ার আশ্বাস দেন।