

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ৪ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।৩০ নভেম্বর জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে সম্মিলিত ভাবে আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে এ কর্মসূচির সূচনা হবে।দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় সংগীত পরিবেশন,মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,পায়রা ও বেলুন উড়ানো,কেক কাটা ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।১লা ডিসেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্প্রীতির মঞ্চে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২রা ও ৩রা ডিসেম্বর স্থানীয় রাজার মাঠে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, শিক্ষা সামগ্রি ও শীতবস্ত্র বিতরণ করা হবে।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৩রা ডিসেম্বর সন্ধ্যায় রাজার মাঠে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।৬৯ পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোঃযুবায়ের সালেহীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।খ্যাতনামা কন্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত মানসহ জনপ্রিয় শিল্পীগণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।