পরিবেশের ভারসাম্য রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর বান্দরবান জেলা কার্যালয়।বৃহস্পতিবার (১০ নভেম্বর) এই মোবাইল কোর্ট এর নেতৃত্ব দেন জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী।এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও "শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী" আইন অমান্য করে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৬ টি গাড়িকে সাড়ে ছয় হাজার টাকা অর্থ জরিমানা এবং সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করে মোবাইল কোর্ট।পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয় এর পরিদর্শক মো.আশফাকুর রহমান,জেলা প্রশাসন কার্যালয় এর সংশ্লিষ্ট দায়িত্বশীল সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।এবিষয়ে,পরিবেশ অধিদপ্তর কার্যালয় বান্দরবান এর সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী জানান,পরিবেশ এর ভারসাম্য রক্ষা ও শব্দদূষণ প্রতিরোধে এই ধরনের মোবাইল কোর্ট আগামী তেও অব্যাহত থাকবে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.