

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-লামা মাতামুহুরী ডিগ্রী কলেজ ছাত্রছাত্রীদের দীর্ঘ দিনের স্বপ্ন পুরন হতে চলেছে।স্বপ্নের বাঁধ ভেঙ্গে দিলেন স্বয়ং পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।অনেক বছরের পুরনো স্বপ্ন ছিলো মাতামুহুরী ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একটি বাস।কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই লামা-আলীকদম উপজেলায় শতশত শিক্ষার্থীদের দাবি ছিল কলেজ বাসের।দীর্ঘদিনের এই অমাবশ্যার চাঁদের ছোয়া পেতে কলেজ শিক্ষার্থীদের আর খুব বেশী সময় অপেক্ষা করতে হবে না।আগামী ১৮ মার্চ মাতামুহুরী ডিগ্রী কলেজের অগ্রযাত্রার ৩০ বৎসর পূর্তি উৎসবে শিক্ষার্থীদের জন্য ক্রয় করা নতুন বাসটি কলেজ কতৃপক্ষকে হস্তান্তর করবেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।এই সংবাদ শোনার পর থেকে কলেজ শিক্ষার্থীরা ভীষণ উচ্ছ্বাসিত,তাদের মধ্যে বিরাজ করছে বাঁধভাঙা আনন্দ।অনেক বছর পর হলেও কলেজ শিক্ষার্থীদের প্রাণের দাবি পূরণ হওয়ায় পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি’র প্রশাংসায় পঞ্চমুখ লামা ও আলীকদমের সচেতন জনসাধারণ।কলেজ বাস পাওয়ায় তারা অগ্রিম অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে।এবিষয়ে লামা মাতামুহুরী ডিগ্রী কলেজ এর অগ্রযাত্রার ৩০ বছর পুর্তি উদযাপন পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়ক ও লামা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা সিএইচটি টাইমস ডটকমকে বলেন,বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার,জেলার উন্নয়নের কান্ডারী পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত সচেতন।তিনি অত্র এলাকার অবকাঠামোগত উন্নয়ন এর পাশাপাশি জনসাধারণের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।শুধু তাই নয় অত্র অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি ও কলেজ শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজ কতৃপক্ষকে যে বাসটি উপহার হিসেবে দিচ্ছেন তা লামা-আলীকদমবাসীর জন্য এক উজ্জ্বল মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান করে নিবে।