

বান্দরবানের লামা উপজেলা এর ফাইতং ইউনিয়ন এ অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বান্দরবান জেলা প্রশাসন।বুধবার (২০ মার্চ) পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় দুটি পৃথক আদালত অভিযান পরিচালনা করে।বান্দরবানের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন এর সার্বিক নির্দেশনায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার মো.মিজানুর রহমান,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক,নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুদ্দিন চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এর সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।অভিযানের খবরটি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক ফখরুদ্দিন চৌধুরী জানান,এদিন দুইটি পৃথক বিজ্ঞ আদালত ১২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে এবং ১৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন (সংশোধিত -২০১৯) আইন এর বিভিন্ন ধারা অমান্য করায় ইউবিএম কে ৬০ হাজার, এসএবি কে ৮০ হাজার,ত্রি-বিএম কে ৫০ হাজার,এমএমবি কে এক লাখ,ফাইভ বিএম কে ৬০ হাজার,এসবি ডাব্লিউ কে ৬০ হাজার,এফএসসি কে ৫০ হাজার,এমএইচবি কে ৫০ হাজার, ওয়াই এসবি কে আড়াই লাখ,ডাব্লিউ বিএম কে আড়াই লাখ, ফোর বিএম কে তিন লাখ,ইউবিএন কে আড়াই লাখ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।অবৈধ ইটভাটা ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বান্দরবানের পরিবেশ অধিদপ্তর।