

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দুই কোটি টাকা ব্যয়ে রোয়াংছড়ি কলেজের সংযোগ সড়ক,ভুমি উন্নয়ন,একাডেমি ভবন,শ্রেণী কক্ষ ও ছাত্রবাস নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এর পরে মারমা সম্প্রদায়ের মহা সাংগ্রাইং সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।উৎসাহ উদ্দিপনায় ও উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে মহা সাংগ্রাইং পোয়ে:,ঐতিহ্যবাহি পিঠা তৈরি,বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের মারমা,তঞ্চঙ্গ্যা,ত্রিপুরা,বম,খেয়াং,খুমি,ম্রো সাংস্কৃতিক নাচ গান,হরেক রকম খেলাধূলা উৎসব আমেজ অনুষ্ঠান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট এর সহযোগিতায় ও রোয়াংছড়ি উৎসব উদযাপন কমিটির উদ্যোগে মারমা সম্প্রদায়ের মহা সাংগ্রাই ৫ দিনব্যাপি আয়োজিত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বক্তব্যে বলেন,পার্বত্য চট্টগ্রামে এটা একটা শান্তি চুক্তির সুফল।তিনি বলেন,রোয়াংছড়ির সাংগ্রাইং উৎসবে পুরানো অনেক ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে উঠেছে।যা বিলুপ্ত প্রায়।
ক্ষুদ্র নৃ গোষ্ঠির পরিচালক মং নু চিং এর প্রসংশা করে তিনি বলেন ক্ষুদ্র ক্ষুদ্র জাতি সত্তার কৃষ্টি ঐতিহ্য আর সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে কিন্তু তিনি পরিচালকের দায়িত্ব নেয়ার পর থেকে কৃষ্টি সংস্কৃতি ফিরিয়ে এনেছেন।সোমবার (১৭এপ্রিল) সকালে আয়োজিত রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি মহা সাংগ্রাই জলকেলি উৎসব অনুষ্ঠানে ৩৩৮ নং রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিংপ্রু মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা,রোয়াংছড়ি উপজেলার নির্বাহী কর্মর্কতা মো:দাউদ হোসেন চৌধুরী,রোয়াংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাউসাং মারমা,পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:আব্দুল আজিজ,বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা,পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু,জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,জেলা পরিষদ সদস্য সিংইয়ং ¤্রাে,বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা,ডেপুটি সিভিল সার্জন ডা:অংসুইপ্রু,পরিবার পরিকল্পনার উপ পরিচালক ডা:অংচালু,রোয়াংছড়ি সাংগ্রাইং পোয়ে:উৎসব উদযাপন কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চহ্লামং মারমা,রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ওমর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন তারাছা ইউপির চেয়ারম্যান উথোয়াইচিং মারমা,নোয়াপতং ইউপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত উবাপ্রু মারমা,রোয়াংছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু মারমা,ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেয়ান প্রমুখ।এতে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতৃবৃন্দ ও বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যদিয়ে অনুষ্ঠানে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শেষে খেলা ধূলায় অংশ গ্রহনকারী বিজয়িদের মাঝে পুরষ্কার বিতরণ ও মৈত্রী পানি বর্ষন জলকেলি উৎসবের ফিটা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,প্রতিটি জাতি সত্তার অস্থিত্ব ধরে রাখতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।নিজেকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।শিক্ষা ছাড়া জাতিকে এগিয়ে নেয়ার আর কোন বিকল্প নেই।যারা অসৎ পথ অবলম্বন করে তাদের সাথে না মিশে নিজেকে শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য যুবকদের আহবান জানান তিনি।