রোড টু স্মার্ট বাংলাদেশ এর আওতায় বান্দরবান জেলা আওয়ামী লীগ এর স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৫ মে) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই স্মার্ট কর্নার এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার।জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ক্য শৈ হ্লা।
বান্দরবান জেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন মনিটরিং সেলের সদস্য সুফি ফারুক ইবনে আবু বকর,সদস্য তানভির হাসান তালাশ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর,জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি কবির বিন আনোয়ার বলেন,স্মার্ট দেশের জন্য দরকার স্মার্ট সরকার।সরকার যেহেতু দলীয়ভাবেই গঠন করা হয় তাই একটি স্মার্ট সরকারকে সহায়তা করতে দরকার স্মার্ট একটি দল।সেই উদ্দেশ্য থেকেই বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপনের মাধ্যমে স্মার্ট দলে রূপান্তরের কার্যক্রম আজ শুরু হলো।
তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য এবং উদ্দেশ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।এরই অংশ হিসেবে সারা দেশে জেলা আওয়ামী লীগ কার্যালয় গুলোকে আমরা ডিজিটালাইজ ও স্মার্ট করার উদ্যোগ গ্রহন করেছি।সারা দেশে আওয়ামী লীগের ৭৮ ইউনিটে এই স্মার্ট কর্নার স্থাপন করা হবে।এই স্মার্ট কর্নার থেকেই গুজব মোকাবেলা এবং জেলা আওয়ামী লীগ কার্যালয় এ স্থাপিত ডিজিটাল সুবিধাসমৃদ্ধ কক্ষ থেকে সরকার এর বিভিন্ন উন্নয়ন,সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে।উদ্বোধন অনুষ্ঠানে ছাত্রলীগ,যুবলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।