চট্রগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান পুলিশ লাইন্স মাঠে শনিবার (১৮ই মার্চ) জমকালো আয়োজনে টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।চট্রগ্রাম রেঞ্জ এর ডিআইজি মো.আনোয়ার হোসেন,বিপিএম (বার) পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং বিজয়ী দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করেন।এদিন ফাইনাল খেলায় ফুটবলের অনবদ্য ক্রীড়া শৈলী প্রদর্শন করেছে শিরোপা জয়ে মাঠে থাকা বান্দরবান জেলা পুলিশ ফুটবল দল ও চট্রগ্রাম জেলা পুলিশ দলের খেলোয়াড়রা।নির্ধারিত সময়ে বান্দরবান জেলা পুলিশ ফুটবল দল ২-১ গোলে চট্রগ্রাম জেলা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে।এনিয়ে আবারও ২০২৩ এর শিরোপা ধরে রাখলো বান্দরবান জেলা পুলিশের ফুটবল দল।এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার তারিকুল ইসলাম,পিপিএমসহ পুলিশ,প্রশাসন ও বিচার বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মো:আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) চট্টগ্রাম বিভাগের মধ্যে বান্দরবান জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ায় বান্দরবান জেলা পুলিশ দলকে অভিনন্দন জানান।পাশাপাশি বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সমাপ্তি করতে পারায় বান্দরবানের পুলিশ সুপার মো: তারিকুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এবারের এই টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহন করে।টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করে বান্দরবান জেলা পুলিশ দলের ১৬নং জার্সিধারী কমল বড়ুয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।তিনি টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিকসহ সর্বোচ্চ ৮টি গোল করে মাঠের ফুটবলে আলো ছড়িয়েছেন।এছাড়াও বান্দরবান জেলা পুলিশ দলের ১০নং জার্সিধারী মো.ইছহাক ম্যান অব দ্যা ফাইনাল এবং টুর্নামেন্টের সেরা গোল রক্ষক নির্বাচিত হয়েছেন মো.নুরুজ্জ্বামান।ধারাভাষ্যকার হিসেবে ধারা বর্ননা করেন ক্রীড়া সংগঠক মাহফুজুর রশির বাচ্চু ও সাব ইন্সপেক্টর মো.আলমগীর হোসেন।বিপুল দর্শক উপস্থিতিতে রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের সমাপনীতে রুদ্ধশ্বাস ফুটবলের রেঞ্জ যুদ্ধ ছিলো বান্দরবানের পুলিশ লাইন্স মাঠের এযাবৎ কালের সেরা ফুটবল প্রদর্শনী।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.