
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।২৬ মার্চ প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৩১ বার তোপদ্ধনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা করা হয়।ভোর ছয়টা এক মিনিটে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবানের জেলা পরিষদস্থ মেঘলা স্মৃতিস্থম্ভের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম এর উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পতাকা উত্তোলনের সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন।পতাকা উত্তোলনের পর পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্বরনে নির্মিত স্মৃতিস্থম্ভে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা জেলা পরিষদের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করার পর একে একে জেলা প্রশাসন,জেলা পুলিশ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে (২৬ মার্চ ভোর সাড়ে ছয়টায়) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বান্দরবানের বাসষ্ট্যান্ড সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্থম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপরই সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্থম্ভ উন্মুক্ত করে দেয়া হয়।
এরপর সকাল ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে পুলিশ,আনছার,স্কাউটসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এসময় মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে সালাম গ্রহণ করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ।দিবস টি যথাযোগ্য মর্যাদায় পালনে জেলা পরিষদ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।এ ছাড়াও বান্দরবান জেলা প্রশাসন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটিকে পালন করছে।