“করবো ভূমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা-অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২৪।বুধবার (৫ জুন) বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।দিবস কে কেন্দ্র করে দিনের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।আলোচনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয় এর সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী।এসময় সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো.ছালাহ উদ্দিন,ডেপুটি সিভিল সার্জন এম এম নয়ন সালাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,ছাত্র-শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি,শিল্প-উদ্যোক্তাগণ,পরিবেশবাদী সংগঠন, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীকে সনদ,পুরস্কার এবং গাছের চারা প্রদান করা হয়।এছাড়াও আগত অতিথিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।