পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, হতাশ হলে চলবে না।নিজেকে ছোট মনে করার কোন কারন নাই।জ্ঞানের আলোকে বিকশিত করার চেষ্টা অব্যাহত রাখতে হবে।লক্ষ্য ঠিক থাকলে সাফল্য ধরা দিবেই।যার প্রতিভা আছে তার কাছে অসম্ভব বলে কিছু নাই।
শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ম্রো শিক্ষার্থী সম্মেলন-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন মন্ত্রী বীর বাহাদুর।তিনি আরও বলেন,সব শিক্ষার্থীরাই সুশিক্ষায় সুশিক্ষিত হবে এটাই আমাদের প্রত্যাশা।পাহাড়ে প্রতিটি জনপদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন পার্বত্য জেলায় বিশেষ অগ্রাধিকার দিয়েছেন।
এক সময় পুরো জেলায় ১টি মাত্র কলেজ ছিলো।আর আজকে বান্দরবান জেলায় ১৪টি কলেজে স্থাপিত হয়েছে।হাজার-হাজার শিক্ষার্থীরা এসব কলেজে অধ্যায়নরত আছে এবং উচ্চশিক্ষা গ্রহন করতে পারছে।এতে অতিরিক্ত ব্যয় ও কষ্ট করে দুর দরান্তে গিয়ে আর পড়াশোনা করতে হচ্ছেনা।নিজ এলাকাতেই ছেলেমেয়ারা পড়াশোনা করতে পারছে।এসময় মন্ত্রী আরও বলেন,কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে।তাই নতুন প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং নিজ জাতিগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি চ্যুংলক ম্রো।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মো.শাহ আলম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো প্রমুখ।অনুষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন মন্ত্রী।