

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বান্দরবান পৌরসভার মেয়র ও বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃইসলাম বেবীর ৬৪তম জন্মদিন।জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই রাজনৈতিক সহকর্মী,ভক্ত শুভাকাংখী দের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেয়র নিজস্ব বাসভবন চত্বর।সমাজের নানা শ্রেনী পেশার মানুষেরা জন্মদিন উপলক্ষ্যে মেয়র মোঃইসলাম বেবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।বিভিন্ন শুভাকাঙ্খীরা বিশাল বিশাল সাইজের কেক নিয়ে হাজির হচ্ছেন।সেসব কেক শুভাকাংখীরা মেয়র ও তাঁর স্ত্রীকে সাথে নিয়ে কাটছেন এবং একে অন্যের মুখে তুলে দিচ্ছেন।জন্মদিন উপলক্ষ্যে বান্দরবান এর তরুণ সংবাদকর্মীরাও মেয়র কে জন্মদিন এর শুভেচ্ছা জানাতে বাসায় হাজির হয়েছেন।রঙ্গ বেরঙ্গের বেলুন আর মোমবাতীর নিয়ন আলোয় ঘরের চারপাশ রঙ্গিন হয়ে উঠেছে।এবিষয়ে মেয়র মোঃইসলাম বেবী বলেন,ছোটবেলা থেকে সেভাবে জন্মদিন উদযাপন করা হয়না।কিন্তু বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে আমাকে জন্মদিন এর শুভেচ্ছা জানাতে ফুল এবং কেক নিয়ে হাজির হয়।তাদেরকে আমি না করতে পারিনা।বাধ্য হয়ে তাদের এই আবেগ ভরা ভালোবাসা কে শ্রদ্ধা জানাতে হাসিমুখে কেক কেটে তাদের মুখে তুলে দেই এবং তারাও তাতে বেশ আনন্দ খুজেঁ পায়।মেয়র পরিবার সুত্রে জানা যায় সকাল থেকে বান্দরবান জেলা যুবলীগ,জেলা ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ,সাংবাদিক,ক্রীড়া ব্যাক্তিত্ব,শিক্ষক,পৌরসভা কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন পেশার সহস্রাধিক ব্যাক্তি বিশেষ ফুল আর কেক নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।এদিকে বান্দরবান পার্বত্য জেলার বহুল পঠিত অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি টাইমস ডটকম প্রকাশক ও সম্পাদক লুৎফুর রহমান উজ্জ্বল বান্দরবান পৌরসভার মেয়র ও বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃইসলাম বেবী কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।এসময় তিনি মেয়র এর সুস্বাস্থ্য কামনা করেন এবং কর্মময় জীবনের পথচলা আরও রঙ্গিন উঠুক এই প্রত্যাশা ব্যাক্ত করেন।