

বান্দরবান অফিসঃ-বান্দরবানের বালাঘাটায় এভারগ্রীণ ফ্রেন্ডস ক্লাব কর্তৃক ৫৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার সকালে শহরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যায়ের মিলনাতয়নে মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মিনী মিসেস মে হ্লা প্রু মার্মা।এভারগ্রীণ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভানেত্রী সীমা দাশ, জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ,ওয়ার্ড কাউন্সিলর উজলা তঞ্চংগ্যা,বালাঘাটা কিল্ডার গার্টেন অধ্যক্ষ শিবু ধর প্রমুখ।অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি মে হ্লা প্রু মার্মা ৫৬ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও বিভিন্ন শিক্ষা উপকরন তুলে দেন।