জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম" সুয়ালকে সিএইচটি টাইমস ডটকম এডিটর লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক সহযোগিতায় আয়োজিত ব্লাইন্ড প্রীতি ক্রিকেট ম্যাচ'২২ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ মার্চ) সকালে প্রথম পর্বে বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এর সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ম্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান।বান্দরবান জেলার প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এডিটর লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের রিসোর্স শিক্ষক সত্যজিত মজুমদার।উদ্বোধন এর শুরুতেই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজেদের পক্ষ থেকে দুই রং এর গোলাপ দিয়ে প্রধান অতিথি কে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।পরে এই ম্যাচের প্রতিটি খেলোয়াড়ের সাথে কুশল বিনিময় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান।এসময় প্রাণবন্ত এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশের সৃষ্টি হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যের শুরুতেই তিনি,জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং ৭৫ এর কালো রাতে শাহাদাৎ বরণকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।উপস্থিতি ৩৫ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কে এসময় জাতির পিতার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ কর্মজীবন সুন্দর করার আহবান জানান।পাশাপাশি প্রতিবন্ধী ও সকল সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা কর্মসূচি এবং নানা উদ্যোগ এর বিষয়গুলো সবিস্তারে তুলে ধরেন।তিনি,ব্লাইন্ড প্রীতি ক্রিকেট ম্যাচের সকল খেলোয়াড়, কোচ,আয়োজক এবং সর্বোপরি যারা এই খেলাটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছেন এবং সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এসময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি"র পক্ষ থেকে সুয়ালক একাদশ এবং কক্সবাজার একাদশের খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।পরে সুয়ালক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে তিনি সিএইচটি টাইমস ডটকমের পক্ষ থেকে একসেট বিশেষ জার্সি উপহার হিসেবে তুলে দেন।পাশাপাশি তিনি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম,সুয়ালক এর বিশেষায়িত আবাসিক বিদ্যালয়টি পরিদর্শন করেন।এসময় তিনি,প্রতিবন্ধীদের নিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির প্রশাসনিক এবং নিজ উদ্যোগে বাস্তবায়িত বেশকিছু তথ্য উল্লেখ করে বলেন,জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরও নিয়মিত খোঁজ খবর নেন এবং তাদের সুবিধা ও অসুবিধার কথাগুলো তিনি অবগত আছেন।সে অনুযায়ী সম্মানিত জেলা প্রশাসক সবসময় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে থাকবেন এমন প্রত্যয় জানান বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান।তিনি,জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মহালগ্নে সিএইচটি টাইমস ডটকমের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এমন উদ্যোগ কে স্বাগত জানান।দুই দলের জন্য ১৫ ওভার করে নির্ধারিত ৩০ ওভারের এই খেলায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালক,একাদশ এর শিক্ষার্থীরা ৫ উইকেটে জয়লাভ করে।খেলার সমাপনী পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানারআপ দুটি একাদশের শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ট্রফি তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং জেলা পরিষদের সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক তিং তিং ম্যা।সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ,ক্রীড়ানুরাগী,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন,পার্বত্য রত্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি'র নেতৃত্বে বান্দরবান পার্বত্য জেলা এখন সারাদেশে উন্নয়নের রোল মডেল।এখানে পিছিয়ে পরা জনগোষ্ঠীর উন্নত জীবনমান নিশ্চিত করতে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর নেতৃত্বে জেলা পরিষদ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।তিনি বলেন,আমি মাত্র কয়েকদিন আগে সমাজসেবা বিভাগের দায়িত্ব পেয়েছি।সে হিসেবে এই প্রতিষ্ঠানে আমার এমনিতেই আসতে হতো।কিন্তু আমার ছোটভাই সিএইচটি টাইমস ডটকম এর এডিটর লুৎফুর রহমান (উজ্জ্বল) এর ব্লাইন্ড প্রীতি ক্রিকেট ম্যাচ এর সুবাদে আমাকে তাঁর আগেই চলে আসতে হলো।তাঁর এই উদ্যোগ কে জেলা পরিষদ ও সমাজসেবা বান্দরবানের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই।এসময় তিনি,শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন আমি যতদিন রাষ্ট্রীয় এই দায়িত্ব পালন করবো প্রতিমাসে এক বার না হলেও যেহেতু কাছাকাছি একটি এলাকায় তোমরা আছো তোমাদের দেখার জন্য আমি চলে আসবো।পড়াশোনা ঠিকমতো করার আহবান জানাই।পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে আরও দশজনের আবাসন প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।অতি দ্রুত একটি সুন্দর নিবাস নিশ্চিত করার জন্য বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে যা যা করনীয় আমরা তা করবো।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আমাদের স্বপ্ন সারথি।এসময় পাসপোর্ট জটিলতা নিয়ে সমস্যার সম্মুখীন বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্য সুকেল তঞ্চঙ্গ্যা'র বিষয়টি তিনি শোনার পর তাৎক্ষণিক এই বিষয়ে সার্বিক কার্যক্রম নিজ দায়িত্বে সম্পাদনের ঘোষণা করেন।উল্লেখ্য,মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবানের অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ব্লাইন্ড প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.