মানবিক মূল্যবোধ সম্পন্ন শিশু শিক্ষা গড়ে তুলতে হবেঃ-(প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী)


প্রকাশের সময় :২৬ এপ্রিল, ২০১৭ ৮:৫৫ : অপরাহ্ণ 1600 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন জাতির চিন্তার পরিবর্তন হয়েছে।এখন শত ভাগ শিশু বিদ্যালয়ে যায়।তবে এতেই তৃপ্তির ঢেকুর তোলবার মত জায়গায় আমরা নাই।মানবিক মূল্যবোধ সম্পন্ন শিশু শিক্ষা গড়ে তুলতে হবে।বুধবার বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তিতায় তিনি এই কথা বলেন।মন্ত্রী বলেন,কোয়ান্টাম কসমো স্কুলের শিশুরা দেশের অন্য স্কুলের শিশুদের চেয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন।তাই সারা বাংলাদেশের স্কুল গুলোকে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের মতো করে গড়ে তুললে শিক্ষা ব্যবস্থার অনেক গুনগতমান বাড়বে।বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াইহ্লা মং র্মামা।অনুষ্ঠানে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা,উপজেলা নির্বহী অফিসার খিন ওয়াননু, কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি তিন কড়ি চক্রবর্তী।কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে সরই ইউনিয়নে প্রতিষ্ঠানটি ২০০১ সাল থেকে পরিচালিত হয়ে আসছে।মন্ত্রী আরো বলেন তিন পার্বত্য জেলা শিক্ষায় অনেক পিছিয়ে।আর সে কারনেই ইউএনডিপি কর্তৃক অনুমোদনহীন ভাবে প্রতিষ্ঠিত ২১০ টি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ বিবেচনায় প্রধান মন্ত্রী জাতীয় করন করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!