

মাদকের আগ্রাসন থেকে সকল শিক্ষার্থী এবং আগামী প্রজন্মকে আমাদের বাঁচাতে হবে।মাদক এমন একটি অভিশাপ যা একটা মানুষের জীবন কে ধ্বংস করে দেয়।পড়াশোনা কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে।জাতির পিতার সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে তা অনেকটাই বাস্তবায়ন হয়েছে।আজকের প্রজন্ম কে সোনার বাংলার রুপরেখা ধারণ করাতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে পুরস্কার বিতরণ ও বার্ষিকীর মোডক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।রবিবার (২২ মে) সকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি”র সভাপতিত্বে অরুণ সারকী টাউন হলে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন মন্ত্রী বীর বাহাদুর।এসময় মন্ত্রী বীর বাহাদুর “সৃষ্টিসুখ” নামে একটি বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন এবং কালেক্টরেট শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের জেলা জজ মো.সাইফুর রহমান সিদ্দিক।জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান,রাজিব কুমার বিশ্বাস,এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী এসময় উপস্থিত ছিলেন।তিন পর্বের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রথম পর্বে মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে একটি ভিন্ন মাত্রা যোগ করে।এসময় সহকারী প্রধান শিক্ষক আব্দুল হকসহ অভিবাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর শিক্ষার্থীদের বিনোদনের জন্য ২ লাখ এবং ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।