

বান্দরবান অফিসঃ-বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি (পুরুষ) প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (৭ মে) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম এর রেঞ্জ ডিআইজি ড.এস এম মনির-উজ-জামান বিপিএম,পিপিএম।বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃজাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র জনাব মোঃইসলাম বেবী।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেনসহ,বিশিষ্ট ব্যাবসায়ী নেতা বাবু অমল কান্তি দাশ,লামা আওয়ামীলীগ সভাপতি মোঃইসমাইল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ জেলা পুলিশের সকল স্তরের সদস্যবৃন্দ।সমাপনী খেলায় লামা উপজেলা দল বনাম বান্দরবান সদর দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।খেলায় ৩০-১২ পয়েন্ট পেয়ে লামা উপজেলা দল সদর জেলা দলকে পরাজিত করে।ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।