মহান বিজয় দিবস-২২ উপলক্ষে সিএইচটি টাইমস ডটকম এর উদ্যোগে বান্দরবানের সরকারী শিশু পরিবারে আয়োজিত চিত্রাঙ্কন,সুন্দর হাতে লেখা,কবিতা আবৃত্তি ও আধুনিক গান এর প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে শিশু পরিবার চত্বরে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, বান্দরবান এর উপপরিচালক মিলটন মুহুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় এর সহাকারী পরিচালক উর্বশী দেওয়ান।ইংরেজী জাতীয় দৈনিক দি ডেইলি মর্নিং গ্লোরি’র বান্দরবান করসপন্ডেন্ট লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সরকারী শিশু পরিবার এর উপ-তত্বাবধায়ক সত্যজিৎ মজুমদার,সমাজসেবা অফিসার মো.শফিকুল ইসলাম,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম.এ.মোমেন চৌধুরী,নৃত্য প্রশিক্ষক একিনু মার্মা এসময় উপস্থিত ছিলেন।এছাড়াও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রহিম ত্রিপুরা,সিনিয়র শিক্ষক তুষার চাকসহ প্রতিষ্ঠানের নিবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি সমাজসেবা কার্যালয়,বান্দরবান এর উপপরিচালক মিলটন মুহুরী বলেন,আজকের এই দিনটি জাতির জন্য অবিস্বরনীয় একটি দিন।মহান বিজয় দিবসে দেশ ও জাতির কল্যাণ কামনা করি।এসময় তিনি সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে মহান বিজয় দিবস এর কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে ভালো ফলাফল করায় সরকারী শিশু পরিবার এর সকল শিক্ষক ও নিবাসীদের প্রতি শুভেচ্ছা জানান।আলোচনা সভা শেষে নিবাসীদের সাথে তিনি কুশলাদী বিনিময় করেন এবং তাদের খোজখবর নেন।পরে বিজয় দিবস উপলক্ষে অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এর উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন,সুন্দর হাতে লেখা,কবিতা আবৃত্তি ও আধুনিক গান এর প্রতিযোগীতায় বিজয়ী কৃতি নিবাসীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।প্রসঙ্গত,বান্দরবান ট্রিবিউন ডটকম এই আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সহায়তা করে।এদিন বান্দরবান ট্রিবিউন ডটকম এর পক্ষ থেকে নিবাসীদের মাঝে মিষ্টিমুখ করানো হয়।এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা পরিষদ হতে শিশু পরিবার সহ বিভিন্ন অনাথ আশ্রম ও এতিমখানায় নাস্তা বিতরণ করা হয়।একইদিন দুপুরে সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।