

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বান্দরবান সরকারি শিশু পরিবারে জেলার প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) সরকারি শিশু পরিবার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ্।জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিলটন মুহুরী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি টাইমস ডটকম এর ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল)।সরকারি শিশু পরিবারের তত্বাবধায়ক সত্যজিৎ মজুমদার এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে চিত্রাঙ্কন,রচনা ও সুন্দর হাতে লেখা প্রতিযোগিতায় বিজয়ী ১৮ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরন করা হয়।এছাড়াও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয় কর্মকর্তা মো.শফিকুর রহমান,প্রধান শিক্ষক রহিম ত্রিপুরা, সিনিয়র শিক্ষক তুষার চাক,নৃত্য প্রশিক্ষক একিনু মার্মা, সাংবাদিক শহিদুল ইসলাম রানা,বাসুদেব বিশ্বাস,শিক্ষকবৃন্দ ও নিবাসীরা উপস্থিত ছিলেন।বিজয় দিবস উপলক্ষে নিবাসীদের মাঝে উন্নতমানের খাবার বিতরন করেছে শিশু পরিবার কতৃপক্ষ।
এদিকে বান্দরবান সরকারি শিশু পরিবার এর নিবাসীরা মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ সিনিয়র গ্রুপে ১ম,জুনিয়র গ্রুপে ২য় ও শরীরচর্চায় ৩য় স্থান অর্জন করায় নিবাসীদের প্রতি অভিনন্দন স্বরুপ মিস্টি মুখ করান অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম পাঠক ফোরাম।অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত কৃতি ফুটবলার সাফোসিং ঝুনু স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রসঙ্গত,প্রতি বছরই নিজস্ব উদ্যেগে বিভিন্ন জাতীয় দিবসে সরকারি শিশু পরিবারে এমন প্রতিযোগিতার আয়োজন করে আসছে স্থানীয় অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম।