মন্ত্রী বীর বাহাদুর এর হাতে তুলে দেয়া হলো সিএইচটি টাইমস ডটকম এর বিশেষ আর্কাইভ ও সিডি


  1. সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশের সময় :১ জুন, ২০২২ ১২:২৯ : পূর্বাহ্ণ 1423 Views

২০১৭ সালের ২ মে থেকে ২১ মে ২০২২ পর্যন্ত সময়কালে অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে নিয়ে প্রকাশিত প্রায় সহস্রাধিক প্রকাশিত সংবাদ থেকে ১৪২টি সংবাদ সম্বলিত বিশেষ আর্কাইভ ও ডিভিডি রেকর্ডের সিডি হস্তান্তর করা হয়েছে। গৌরবের ৮ বছর পাড়ি দেয়া অনলাইন দৈনিকটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে সিএইচটি টাইমস ডটকম ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল) শুভেচ্ছা স্বারক হিসেবে দুটি পৃথক মোড়কে সাজানো আর্কাইভ ও সিডি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির হাতে তুলে দেন।পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এর বান্দরবানস্থ কার্যালয়ে রবিবার (২৯ মে) সকালে এই আর্কাইভ ও সিডি তুলে দেয়া হয়।এসময় বীর বাহাদুর ফাউন্ডেশন এর সভাপতি খলিলুর রহমান (সোহাগ),ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ,বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য নাজমুল হোসেন বাবলু, বান্দরবান প্রেসক্লাবের সদস্য কৌশিক দাসগুপ্ত,দৈনিক ভোরের দর্পণ এর বান্দরবান প্রতিনিধি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।গত পাঁচ বছরে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরকে নিয়ে প্রকাশিত সংবাদ সম্বলিত বিশেষ আর্কাইভটি গ্রহণের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সিএইচটি টাইমস ডটকমের এই উদ্যোগ এর ভূয়সী প্রসংশা করেন এবং সিএইচটি টাইমস ডটকম এর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা ব্যাক্ত করেন।এসময় সিএইচটি টাইমস ডটকমের ফাউন্ডার লুৎফুর রহমান উজ্জ্বল কে এমন আর্কাইভ তৈরি করায় প্রসংশায় ভাসিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।এবিষয়ে সিএইচটি টাইমস ডটকম এর ফাউন্ডার লুৎফুর রহমান উজ্জ্বল বলেন,প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশনা কে গুরুত্ব দিয়ে অনলাইন দৈনিকটির পথচলা।প্রকাশনার দীর্ঘ ৮ বছরের এই পথচলায় সাফল্যের প্রাপ্তিও কম নয়।সিএইচটি টাইমস ডটকমই বৈচিত্রময় প্রকাশনার স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ কতৃক অনলাইন দৈনিক হিসেবে লোকাল ইনোভেশন”২০১৫ এর সম্মাননা অর্জন করে।তিনি আরও যুক্ত করেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে নিয়ে সিএইচটি টাইমস ডটকমে প্রকাশিত প্রায় হাজার খানেক প্রকাশিত সংবাদ থেকে বাছাই করে মাত্র ১৪২ টি সংবাদ সম্বলিত আর্কাইভ টি শুভেচ্ছা স্বারক হিসেবে মন্ত্রী মহোদয়ের হাতে তুলে দিয়েছি।সিএইচটি টাইমস ডটকমের প্রতি মন্ত্রী মহোদয়ের শুভকামনা প্রাপ্তি নিঃসন্দেহে প্রকাশনা কার্যক্রম কে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।মন্ত্রী মহোদয়ের সম্মানে স্ব উদ্যোগে এই আর্কাইভটি তৈরি করা হয়েছে।এবিষয়ে লুৎফুর রহমান উজ্জ্বল আরও বলেন,পূর্ববর্তী হোস্টিং প্রোভাইডার এর অসাবধানতার কারনে আমাদের অনেক পুরনো কিছু সংবাদ এর মেমোরি সিএইচটি টাইমস ডটকম হারিয়েছে (২০১৪-২০১৭)।নানা ঘাত প্রতিঘাত এবং প্রতিকূল পরিবেশ সর্বোপরি নানা চড়াই উৎরাই পার করেই সিএইচটি টাইমস ডটকম নিরবিচ্ছিন্ন সংবাদ প্রকাশনা অব্যাহত রেখেছে।

আর্কাইভ হস্তান্তরের বিষয়টি উল্লেখ করে লুৎফুর রহমান উজ্জ্বল আরও বলেন,বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সবচেয়ে বড় আস্থা ও বিশ্বাসের একটি কাঙ্ক্ষিত ঠিকানা বান্দরবানের ৬ বারের সাংসদ মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবানের সাংবাদিকদের যেকোনও সুবিধা-অসুবিধা,বিপদে-আপদে সাংবাদিকদের যেকোনও প্রয়োজনে তিনি নানাভাবে সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন যাবৎ।সুতরাং পার্বত্য মন্ত্রী মহোদয়ের সম্মানে এই ধরনের একটি সংবাদ সম্বলিত আর্কাইভ হস্তান্তর করাটা স্থানীয় একটি অনলাইন দৈনিক এর প্রতিষ্ঠাতা হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য ছিলো।কারণ সুখে দুখে সাংবাদিকদের সবচেয়ে বড় বন্ধু হিসেবে তিনিই সবচেয়ে বেশি বান্দরবান জেলার কর্মরত সাংবাদিকদের নানা আহবানে দীর্ঘদিন যাবৎ সাড়া দিয়ে আসছেন। আর্কাইভটি তুলে দিতে পেরে একজন সংবাদকর্মী হিসেবে আমি অত্যন্ত আনন্দিত।

ইতিপুর্বে বান্দরবানের সম্মানিত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে সিএইচটি টাইমস ডটকম স্ব উদ্যোগে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সম্মানে জেলা প্রশাসক এর নানা কর্মসূচি নিয়ে প্রকাশিত ৭১টি সংবাদ সম্বলিত একটি বিশেষ আর্কাইভ ও সিডি হস্তান্তর করেছিলো।তিনি এই ধরনের আর্কাইভ গ্রহণ করে সেসময় উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিন পার্বত্য জেলায় ইংরেজী ভার্সনের প্রথম প্রথম অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন এর কাজও গুছিয়ে আনা হয়েছে উল্লেখ করে সিএইচটি টাইমস ডটকম ফাউন্ডার আরও বলেন,খুব শীঘ্রই একটি জমকালো আয়োজনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রথম ইংলিশ ভার্সনের অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন প্রকাশনায় আসবে।লুৎফুর রহমান (উজ্জ্বল) আরও বলেন,জেলা প্রশাসন ও তথ্য-প্রযুক্তি বিভাগ কতৃক ইনোভেশনের সম্মাননা প্রাপ্তি অত্যন্ত গৌরবের বিষয় এবং এই সম্মাননা প্রাপ্তির উৎসাহ কে প্রেরনা হিসেবে নিয়েছি বলেই ইংলিশ ভার্সনের একটি অনলাইন দৈনিক প্রকাশনায় আনার জন্য কাজ করছি।সবার সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতা নিয়ে সিএইচটি টাইমস ডটকম এর পাশাপাশি ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউনও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!