

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায়ের বর্ষবরণ সাংগ্রাই শুরু হয়েছে বান্দরবানে।নেচে-গেয়ে মারমা তরুণ-তরুণীরা অংশ নেন শোভাযাত্রায়।আনন্দ উদ্দীপনায় বর্ণিল হয়ে ওঠে মঙ্গল শোভাযাত্রা।বৃহস্পতিবার সকালে শহরের রাজবাড়ি মাঠ থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন।এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মারমা তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেন।তাদের সঙ্গে চাকমা,তঞ্চঙ্গ্যা,বোম,ত্রিপুরাসহ অন্যান্য সম্প্রদায়ের নারী পুরুষও অংশ নেন।পরে রাজবাড়ি মাঠে বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়।বছরের শুরুতে বয়স্কদের সম্মান জানান মারমারা।শুক্রবার সাঙ্গু নদীর তীরে অনুষ্ঠিত হবে বৌদ্ধমূর্তি স্নান,শনিবার থেকে শুরু হবে সাংগ্রায়ের ঐতহ্যবাহী পানি খেলা উৎসব।সাংগ্রাইয়ের অন্যতম আকর্ষণই হলো তরুণ-তরুণীদের দলবেঁধে পানি খেলা।একে অপরের গায়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নেবে মারমারা।এছাড়া পাড়ায় পাড়ায় আয়োজন করা হয়েছে পিঠা তৈরি প্রতিযোগিতা।
শহরের রাজা বাড়ি মাঠে অনুষ্ঠিত হবে সাংগ্রাইয়ের পানি খেলা উৎসব।এই উৎসব দেখতে ইতোমধ্যে প্রচুর সংখ্যক পর্যটক বান্দরবানে ভিড় জমিয়েছে।এদিকে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বর্ষবরণ বিষু উপলক্ষে বালাঘাটায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘিলা খেলা প্রতিযোগিতা।দলবেঁধে তঞ্চঙ্গ্যা তরুণ-তরুণীরা রাতভর ঘিলা খেলায় মেতে উঠে। ১১টি আদিবাসী সম্প্রদায়ের বর্ষবরণের অনুষ্ঠানে বর্ণিল ও আনন্দময় হয়ে উঠেছে বান্দরবান শহর।