ভোট কেন্দ্র পরিদর্শন করলেন রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০২৪ ১:৫৪ : পূর্বাহ্ণ 240 Views

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করার লক্ষে বান্দরবানের বিভিন্ন ভোটকেন্দ্র ও প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করলেন রিটার্নিং অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন।৬ জানুয়ারী (শনিবার) বিকেলে তিনি বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।এসময় তিনি সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুয়ালক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়,রেইছা থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকক্ষ পরিদর্শন করেন এবং নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার সৈকত শাহীন,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো.রায়হান কাজেমী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা,সহকারী কমিশনার (ভূমি) নারগিস আক্তার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলমসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন জানান,পার্বত্য বান্দরবান ৩০০ নম্বর আসনে গতবারের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ৪১ হাজার ১৫৬ জন।ভোট কেন্দ্র বেড়েছে ছয়টি।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের সাত উপজেলার দুই পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৮ হাজার ২৯ জন।এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৫৮৩ জন ও নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন।একাদশ জাতীয় নির্বাচনে ১৭৬টি ভোটকেন্দ্র থাকলেও এবার ভোটকেন্দ্র সংখ্যা ১৮২টি,এই নির্বাচনে ভোটকেন্দ্র বেড়েছে আরও ছয়টি।

তিনি আরো জানান,বান্দরবানের ১৮২টি ভোট কেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের হেলিকপ্টারের মাধ্যমে ইতিমধ্যে পৌঁছানো হয়েছে।১২টি হেলিস্যুটি ভোট কেন্দ্রগুলোর মধ্যে রোয়াংছড়ি উপজেলায় একটি,রুমা তিনটি,থানচি সাতটি ও আলীকদম উপজেলায় একটি ভোটকেন্দ্র রয়েছে।এই সংসদীয় আসনে এবার ১৮২টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৭২৭টি।

রিটার্নিং অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন জানান,একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনের সকল কর্মকর্তারা কাজ করে যাচ্ছে এবং এখনো কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

প্রসঙ্গত,এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০০ নং পার্বত্য জেলা বান্দরবান আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে বীর বাহাদুর উশৈসিং এর সাথে প্রতিদ্ধন্ধীতা করছে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম শহীদুল ইসলাম।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!