ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করেছে ২ এপিবিএন এর সাইবার টিম।২ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিকনির্দেশনায় এই টাকা উদ্ধার করা হয়।শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ২ এপিবিএন এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।জানা যায়,শেফা আয়াত খান নামে এক ব্যাক্তি গত ২৭ ফেব্রুয়ারি”২৩ তারিখ সন্ধ্যায় ব্যাক্তিগত বিকাশ নাম্বার থেকে ভুলে করে একটি নাম্বারে টাকা পাঠিয়ে দেন।
পরে তিনি গত ১৩ই মার্চ বান্দরবান সদর থানায় একটি জিডি করেন।সদর থানায় শেফা আয়াত খান এর করা জিডি নং ৫৭৪ এর সুত্র ধরে ২ এপিবিএন এর সাইবার এনালাইসিস টিম ইনচার্জ এএসআই (নিরস্ত্র) আল আবদুল্লাহ এলআইসি শাখার সহায়তায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভুলক্রমে চলে যাওয়া বিকাশ এ্যাকাউন্ট নম্বর ০১৭৯০-২১৮৮৬৬ ব্যবহারকারীর পরিচয় চিহ্নিত করেন এবং আট হাজার ছয়শো বিশ টাকা উদ্ধার করেন।
পরে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান উদ্ধার করা টাকা প্রকৃত মালিক এর হাতে তুলে দেন।এবিষয়ে শেফালী আয়াত খান বলেন,ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পাবো ভাবতে পারিনি।টাকাটা পেয়ে আমি আনন্দিত।মাত্র ১২ দিন এর মাথায় ২ এপিবিএন সাইবার টিম টাকা উদ্ধার করে দিলো।তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।