

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।শনিবার (৫ জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান,জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগ বান্দরবানের আয়োজনে সুয়ালক ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উক্ত ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।পার্বত্য মন্ত্রী এসময় একটি শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাইয়ে দেন এবং জেলার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ কে একযোগে কাজ করার আহবান জানান।এসময় স্বাস্থ্য বিভাগের পাশাপাশি অভিভাবকদেরও শিশুদের প্রতি যত্নশীল হতে গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,বান্দরবান এর সিভিল সার্জন ডাঃ অংশৈ প্রু চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল কুদ্দুছ ফরাজী,পৌর মেয়র ইসলাম বেবী,জেলা রেডক্রিসেন্ট সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম. জাহাঙ্গীর,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ।এবিষয়ে জেলার সিভিল সার্জন ডা: অংসুই প্রু জানান,৫ জুন থেকে ১৯ জুন বান্দরবানে ৬৮ হাজার ২২৬ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।তিনি আরো জানান,এবারে বান্দরবান জেলায় ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৪শত ৭২জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫৮ হাজার ৭৫৪জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত সুলতানপুর জামে মসজিদের উদ্বোধন এবং ৪০লক্ষ টাকা ব্যয়ে সুলতানপুর জামে মসজিদে একটি মাদ্রাসার ভিত্তি প্রস্থরের উদ্বোধন করেন।অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,সহকারী প্রকৌশলী মো.এরশাদ মিয়াসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।