

ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরষ্কার বিতরন এবং নবাগত শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়।ভাগ্যকুল- কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটি এর সভাপতি আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.কে.দারুল হিদায়াহ মডেল মাদরাসা এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বান্দরবান বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসলাম কোম্পানি।এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু বিপ্লব কান্তি দাশ।এছাড়াও সুয়ালক উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.নুরুল কবির,বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক ও অভিবাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।এসময় আলহাজ্ব মো.ইসলাম কোম্পানি প্রধান বক্তব্যকালে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,আজকের বিদায় অনুষ্ঠান বিদায় নয়,এটি তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র।এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।তিনি আরো বলেন,শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ।তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এবারের এসএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থী হিসেবে ২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।