

বান্দরবানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই গেলো ৬টি বসতবাড়ি।সোমবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে শহরের সিএমবি কলোনির স্টাফ কোয়াটারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়,রাত ৯ টার দিকে হঠাৎ করে সিএমবি কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে।প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।ভয়াবহ আগুনে বাড়িঘর পুড়ছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় তিনি ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।নেজারত ডেপুটি কালেক্টর আসিফ রায়হান,রেভিনিউ ডেপুটি কালেক্টর মো.নবাব আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।এছাড়াও জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আবুল কালামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।জানা যায় আগুনে ছয়টি আধাপাকা ঘর পুড়ে ছাই হয়েছে।ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি তবে ধারণা করা হচ্ছে অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।এবিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্র আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়।আগুনের সূত্রপাত কিভাবে হলো তা জানা যায়নি।তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ির ক্ষতিগ্রস্থ আব্দুল কাদের বলেন,কিছুই বের করতে পারিনি।নিমিষেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পরেছে।প্রসঙ্গত হঠাৎ করে বান্দরবান জেলা শহরে বেশকিছু অগ্নিকান্ডের খবর জনমনে উৎকন্ঠা সৃষ্টি করেছে।এবিষয়ে সচেতনতার কোনও বিকল্প নাই বলে জানিয়েছেন স্থানীয়রা।প্রতিবছরই গৃষ্মের এই সময়ে আগুন দুর্ঘটনা বেড়ে যায়।