বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন বৌদ্ধবিহার,বৌদ্ধ শ্মশান,অনাথ আশ্রম ও বিভিন্ন ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯ মে) সকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এর বান্দরবানস্থ কনফারেন্স রুমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আওতাভুক্ত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনেই সারাদেশের সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারছে।একমাত্র আওয়ামীলীগ সরকারই সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।ধর্মবিশ্বাস নিয়ে শান্তি ও সম্প্রীতির যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে এটা অক্ষুণ্ণ রাখতে হলে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বান্দরবান জেলার নবনিযুক্ত ট্রাস্টি সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লা থোয়াই হ্রী এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া।অনুষ্ঠানে ট্রাস্ট এর পক্ষ থেকে বৌদ্ধবিহার মেরামত,শ্মশান এবং চিকিৎসা তিনটি খাতে সহায়তা হিসেবে ১২ টি ধর্মীয় প্রতিষ্ঠানকে দুই লক্ষ নব্বই হাজার টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজুমং হ্যাডমেন,কুহালং ইউপি চেয়ারম্যান মংপ্রু মার্মা,হ্যাডমেন উনি হ্লা,জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যসিং শৈ মার্মা,ফেডারেল সাংবাদিক ইউনিয়নের জেলা সভাপতি আল ফয়সাল বিকাশ,মাছরাঙা টেলিভিশন এর বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত,ভোরের দর্পণ এর বান্দরবান প্রতিনিধি মো.শাহিদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।