বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মো.মফিজুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,পৌর মেয়র সামসুল ইসলাম,রেডক্রিসেন্ট এর বান্দরবান ইউনিট সেক্রেটারি অমল কান্তি দাশ,জেলা পরিষদ সদস্য মোজম্মেল হক বাহাদুর প্রমূখ উপস্থিত ছিলেন।এছাড়াও সহকারী প্রধান শিক্ষক উম্মে হুজাইফা মিফতাহ,অভিবাবক ও শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বীর বাহাদুর উশৈসিং, এমপি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এদেশের শিক্ষা ব্যবস্থাপনা কে ডিজিটাল শিক্ষা ব্যবস্থাপনায় পরিনত করেছেন।একইভাবে আগামীর স্মার্ট বাংলাদেশে শেখ হাসিনার দিকনির্দেশনায় স্মার্ট বাংলাদেশের অন্যতম অংশীদার হবে স্মার্ট শিক্ষাঙ্গন।বান্দরবানের শিক্ষাঙ্গন বহুদুর এগিয়ে গেছে।অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠানকে একাডেমিক ভবন করে দেয়া হয়েছে।শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আমাদের ছেলে-মেয়েদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।তিনি আরও বলেন,আগামীতেও ধারাবাহিকভাবে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবো।পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়।