

বান্দরবান অফিসঃ-বান্দরবানে নির্বাচনের মনোনয়ন ফরম যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।এসময় বিভিন্ন মিথ্যা তথ্য ও ঠিকমতো কাগজপত্র জমা না দেওয়ার কারণে ৯ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়।আজ (২ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম।এসময় জেলা নির্বাচন অফিসার মো.রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালামসহ বিদ্যুৎ,ব্যাংকসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও মনোনয়ন প্রার্থীরা উপস্থিত ছিলেন।রবিবার সকালেই আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও বিএনপির হেভিওয়েট প্রার্থী সাচিং প্রু জেরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বান্দরবান জেলার রিটার্নিং কর্মকর্তা।
অন্য দিকে বান্দরবান এর আরেক হেভিওয়েট প্রার্থী মিসেস ম্য মা চিং এর প্রার্থীতা সাক্ষর জটিলতার কারনে বাতিল করা হয়েছে।আজ দুপুরে ম্য মা চিং এর প্রার্থীতা নিয়ে শুনানি হয় এবং রিটার্নিং কর্মকর্তা বিকেল ৫ টা পর্যন্ত সিদ্ধান্ত জানাতে সময় নেন।পরে বিকেল ৫টায় যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ম্য মা চিং এর প্রার্থীতা বাতিল করে দেন।এখন এই প্রার্থী আপিল করবেন বলে জানা গেছে।রবিবার সকালে বাতিল হওয়া প্রার্থীরা হলেন-মহিলা দলের সেক্রেটারি উম্মে কুলসুম সুলতানা লীনা,স্বতন্ত্র প্রার্থী ডনাইপ্রু নেলী, নাথান বম ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,বাবুল হোসেন।
এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘এখানে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের কেউ বিদ্যুৎ, গ্যাস,ঋণ বা কোন পাওনা খেলাপি থাকতে পারবে না।এছাড়া কেউ মিথ্যা তথ্য দিতে পারবে না। আজ সব কাগজপত্র যাচাই-বাছাই করেই বৈধ এবং বাতিল ঘোষণা করা হয়েছে।তিনি আরও বলেন, যারা বাতিল হয়েছে তারা ১২০ টাকার কোর্ট ফি সংগ্রহ করে তিনদিনের ভেতরে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’