

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৩০০নং বান্দরবান আসনে আওয়ামী লীগ থেকে ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত বীর বাহাদুর উশৈসিং এমপিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।আজ মঙ্গলবার (৮ জানুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি কার্যালয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর নেতৃত্বে বান্দরবান জেলা পরিষদ সদস্যরা এই ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের প্রভাবশালী সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,মোস্তফা কামাল প্রমুখ।প্রসঙ্গত, তিন পার্বত্য জেলা (বান্দরবান,রাঙামাটি ও খাগড়াছড়ি)’র মধ্যে ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ১৯৯৮ সালে গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে খাগড়াছড়ির সাংসদ কল্পরঞ্জন চাকমাকে মন্ত্রী করা হয়েছিল।এরপর থেকে পার্বত্য জেলার সবাই ছিলেন উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে।দীর্ঘ ১৮ বছর পর গত ৭ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে বীর বাহাদুর উশৈসিংকে এমপিকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব প্রদান করেছেন রেকর্ড চতুর্থবারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।